ওয়া ইয়্যাকা নাস্তাঈন (সকাল-সন্ধ্যায় এবং নিরাপত্তা লাভের দু’আ)
লেখক : ড. ফারহাত হাশমি
ইসলামের খোলাফায়ে রাশেদীন কে বলা হয় স্বর্ণযুগ। আর এই স্বর্ণযুগের খলিফা হযরত আলী (রাঃ)। উনার সম্পর্কে কমবেশি তার সম্বন্ধে আমরা অনেকেই জানি। কিন্তু খিলাফাহ তিনি কতটা বিচক্ষনতার বিষয়ে পরিচালনা করতেন সে সম্পর্কে আমাদের জ্ঞান খুবই ভাসাভাসা। পাহাড়সম চাপের ভিতরেও তিনি ইবাদত বন্দেগীতে ছিলেন সর্বসেরা। বিচারকার্য পরিচালনায় তার ধীশক্তি ছিলো বিশ্ব নন্দিত। আমীরুল মুমিনিন হযরত আলী (রাঃ) এর জিন্দেগী আমাদের জন্য আদর্শস্বরূপ।
ইসলামের চতুর্থ খলীফা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহ...
ইসলামের চতুর্থ খলীফা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে আমরা কমবেশি সকলেই জানি। কিন্তু আমাদের জানা অনেকটাই ভাসাভাসা। আমরা এতটুকু জানি আলী (রাঃ) খোলাফায়ে রাশেদীনের সর্বশেষ খলিফা। হুজুর (সাঃ) এর জামাতা, শ্রেষ্ঠ বীর এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিচারক। কিন্তু আলী (রাঃ) জীবনীর আরো অনেক দিক সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই। কিভাবে তিনি খিলাফতের বিচারকার্য করতেন, তার সামরিক দক্ষতা এবং জ্ঞানের গভীরতা ইত্যাদি বিষয় আমাদের অজানা থেকে গেছে এখনোও। তিনি ছিলেন মারফতের মহা পন্ডিত , সর্বশ্রেষ্ঠ আলিম। হুজুরে আকরাম (সাঃ) বলেছেন, “আমি জ্ঞানের শহর, আলী তার দরজা স্বরূপ”- এ থেকে বোঝা যায় উনার জ্ঞানের গভীরতা কতটুকু ছিল। নিঃসন্দেহে, পাঠক নতুনভাবে আলী (রাঃ) কে আবিষ্কার করবেন অন্যভাবে এই বইটিতে। অনেক অজানা তথ্য নতুন করে জানতে পারবেন। বইটি সংগ্রহে রাখার দাবী রাখে।