মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে? (১-৪ খণ্ড)
লেখক : ড. রাগিব সারজানি
প্রকাশনী : মাকতাবাতুল হাসান
আমরা হাশরের ময়দানে হাউজে কাউসার থেকে পানি খাওয়ার আশা করি যেখানে আমাদের নবীজি স্বয়ং নিজ হাতে পরিবেশন করবেন ।
কিন্তু আমরা কি তার জন্য যথাযথ প্রস্তুতি নিতে পেরেছি?
মুসলমান হয়ে জন্মেছি সেটা ঠিক, কিন্তু ইসলামের উপরে কতটা উঠতে পেরেছি ? আমরা কতটুকু করছি আমাদের জীবনে সুন্নাহের পাবন্দি? কয়জন আছি সুন্নাতি তরীকায় দাড়ি রাখছি, টাখনুর উপর কাপড় পরিধান করছি নাকি শুধু মিষ্টি খাওয়ার সুন্নাহের মধ্যে সীমাবদ্ধ রাখছি?
জানতে প্রশ্ন করি নিজেকে । আরো জানতে বইটি পড়ি।
কে হবে রাসুলের সহযোগী এটি একটি রাগিব সারজানির অনন্য উচ্চম...
কে হবে রাসুলের সহযোগী এটি একটি রাগিব সারজানির অনন্য উচ্চমার্গের রচনা। প্রথমেই আমাদের বুঝতে হবে যে, হুজুর(সাঃ) কে সাহায্য করা মানে শাব্দিক অর্থে সাহায্য করা নয়। বরঞ্চ উনার রেখে যাওয়া সুন্নাহকে জিন্দা রাখাটাই মুখ্য বিষয়।
আমাদের মধ্যে জীবন চলার পথে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্ম সম্পাদন করতে হয়। আর এর সবই হতে হবে রাসূলের নির্দেশ মোতাবেক যেমন সাহাবীরা তাদের জমানায় হুজুর সারলাম এর কথা অক্ষরে অক্ষরে পালন করতেন।
মূলত এই অবনত মস্তকে মানার মধ্যেই দুনিয়াবী এবং আখেরাতের সাফল্য নিহিত। পবিত্র কালামে পাকেও সেটি ই বারংবার উল্লেখ করা হয়েছে যে নবীর শাফায়াত লাভের প্রত্যাশীরা যেন নবীর নির্দেশ আদেশ সঠিকভাবে পালন করে।