কবীরা গুনাহ
লেখক : ইমাম আয-যাহাবী রহ.
প্রকাশনী : আহসান পাবলিকেশন
কাফির মুশরিকরা যেসব বিষয় নিয়ে ইসলাম নিয়ে কটাক্ষ করে বা তীর্যক মন্তব্য করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধকরি বহুবিবাহ এর বিষয়টি। কিন্তু চরিত্র নিষ্কলুষ রাখা এবং সামাজিক ভারসাম্য রক্ষার জন্য এটির আসলে কোন বাস্তবসম্মত বিকল্প আছে কিনা এগুলো নিয়ে আমরা মাথা না ঘামিয়ে বরং ইসলামের ছিদ্রান্বেষণ করতে অধিকতর মনোযোগী।
কিতাবটিতে বহুবিবাহের বিপক্ষে যারা থাকেন তাদের কে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে দেখানো হয়েছে কেন কোন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কেনই বা এই সিস্টেম থাকা জরুরী।
সবাইকে বইটি পড়ার বিনীত আমন্ত্রণ রইল।
আচ্ছা ইসলামে বহু-বিবাহ প্রচলন আছে কেন ?
পুরুষেরা...
আচ্ছা ইসলামে বহু-বিবাহ প্রচলন আছে কেন ?
পুরুষেরা যদি চারটি বিবাহ করতে পারে তাহলে মেয়েরা কি দোষ করল? তারা কেন চারটি পুরুষ বিবাহ করতে পারে না ? আর পুরুষদের একাধিক বিবাহ বা এতো করার প্রয়োজন কি?- ইত্যাদি নানা রকম প্রশ্ন খুবই কমন আমাদের সমাজে ।
বোধকরি ইসলামের উপর সবচেয়ে বেশি আক্রমণ করা হয় এই বহুবিবাহের বিষয়টি নিয়ে। কিন্তু আমরা ভুলে গেছি যে বর্তমান জমানায় নারীর সংখ্যা পুরুষের থেকে বেশি । আমরা কি কেউ ভুলে গেছি পঞ্চাশোর্ধ নারীরা শারীরিক ভাবে যথেষ্ট শক্তিশালী থাকেন না সন্তান উৎপাদনের জন্য। আসলে যুক্তির নিরিখে বিষয়টি বিবেচনা না করেই ঢালাওভাবে ইসলামকে দোষারোপ করে থাকে অন্যদিকে একশ্রেণীর এনজিও এবং স্বার্থান্বেষী মহল ।
ইসলামের নামে নানা রকম প্রোপাগান্ডা ছড়ানোর জন্য এই বিষয়টিকে সাধারণত প্রথমদিকে বেছে নেয় তারা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বিষয়গুলো সঠিক উত্তরগুলো সচরাচর পাওয়া যায় না কিতাব আকারে। আমরাও তাই নানা কারণে বিভ্রান্ত হয়ে যাই, এমনকি ঈমানহারাও হয়ে যাই নিজের অজান্তে।
সেই কারনে এই বইটি রচনা করা যার মাধ্যমে যুক্তির নিরিখে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে বিধর্মীদের এবং যারা ইসলাম নিয়ে কটাক্ষ করে। আসলে ইসলাম সম্পূর্ণ বিজ্ঞানসম্মত একটি ধর্ম, এতটুকু বললে ভুল হবে বরং ইসলাম সবকিছুর ঊর্ধ্বে। মানব জীবনের জন্য যা প্রয়োজন, বাস্তবমুখী এবং চিরকালের জন্য সত্য তাই ইসলাম ।
বিষয়টি বুঝার জন্য কিতাবটি পড়া জরুরী।