যে কালি কলঙ্কের চেয়েও কালো

ব্রিটিশ আর মার্কিন মুল্লুকের দাপটে আমরা ভুলে গেছি মুসলিম সভ্যতা বলে পৃথিবীতে একটি অতি উন্নত নৈতিকতা মূল্যবোধ সম্পন্ন সভ্যতা ছিল ।

বর্তমান জামানার নানা রকম নোংরামি এবং হানাহানির ভিড়ে মুসলমান সভ্যতা ছিলো অনন্য সভ্যতা। কিভাবে সেই জমানার মানুষের চলাফেরা করতেন ,তাদের সমাজ জীবনের নিরাপত্তা কেমন ছিল, কি কি উৎসব উৎকর্ষ সাধিত হয়েছিল সেই সময় আমাদের সত্যিকারের অবস্থা কি ছিলো ইতিহাসের নতুন পাঠকদের কাছে তা এখনও গোলোকধাঁধার মতো।

ইলমী এই ধোঁয়াশা দূরীকরণে কিতাবটি অনেক সহায়ক হবে বলে আশা করছি।

মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে? (১-৪ খণ্ড)

মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে? (১-৪ খণ্ড)- বই এর বিবরনী

আমরা যারা ইতিহাস জানি না অর্থাৎ মুসলিম জাতি যারা ইতিহাসকে আস্তাকুড়ে ফেলে দিয়েছি তারা আসলে জানি না যে আমাদের সোনালী দিনগুলো কেমন ছিলো?

পাশ্চাত্য সভ্যতার চালাকিতে আমরা ভুলতে বসেছি আমাদের অতীত জীবন, কর্ম সবকিছু। সেইসাথে ভুলে গেছি আমাদের পূর্বপুরুষদের কথা যাদের মহান আত্মত্যাগ এবং মেহেনতের ফলে তিলে তিলে গড়ে উঠেছিল মুসলিম সভ্যতা।

বিজ্ঞান, দর্শন,সমাজ,মানবাধিকার কোন জায়গায় শ্রেষ্ঠ ছিলাম না আমরা ! ইহুদী-খ্রীষ্টানদের গত ২০০-৩০০ বছরের ইতিহাস শুনিয়ে শুনিয়ে আমাদের মগজ ধোলাই করে ফেলেছে। তাদের ইতিহাস পড়লে দেখা যায় জুলুম-নির্যাতনের এক লম্বা কাহিনী। অন্যদিকে মুসলমানরা সভ্যতা বিনির্মাণ করেছে সেখানে তারা উৎকর্ষতার শিখরে পৌঁছে গেছে। বিজ্ঞানের শাখাগুলোতে ছিল আমাদের সদর্প পদচারণা। প্রতিটি সেক্টরে আমরা করেছিলাম বিস্ময়কর উন্নতি তা দিয়েই পরবর্তীতে এই পশ্চিমা সভ্যতা গড়ে ওঠে। এক সময় হরিলুট হয়ে যায় আমাদের শত শত বছরের কষ্ট করে জমানো বিভিন্ন জ্ঞান-বিজ্ঞানের পুস্তক সমূহ যেসব লুট করে এবং স্টাডি করে তারা আজকে বড়াই করে আর আমাদের উপরে লাঠি ঘুরায়।

ইতিহাস না জানার কারণে আমরাও ভ্রান্তিতে পড়ে যাযই। সময় এসেছে ইসলামের ইতিহাস নিয়ে নতুন করে পড়াশোনা করার যেন নব প্রজন্ম জেগে উঠতে পারে। আবার যেন তৈরি করতে পারে ইসলামের সোনালী দিন ।

বইটি পড়া তাই এখন সময়ের দাবি।

Read more
Tk 220.00 Tk 160.00
অর্ডার করুন সহজে   কার্টে যোগ করুন